Site icon জনতার মশাল

সুরমায় আক্রান্ত কর্মীর পাশে নেতৃত্ব, এই ঘটনায় দিল্লিতেও সরব তৃণমূল। দ্বারস্থ হবে নির্বাচন কমিশনে।

ডেস্ক রিপোর্টার,১৬জুন।।
উপভোটের প্রাকলগ্নে সুরমা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীকে আক্রমনের ঘটনায় তপ্ত ধলাই রাজনীতি। বৃহস্পতিবার আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে সুরমায় ছুটে যান প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব , প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব ভট্টাচার্য। তৃণমূল নেতৃত্ব সুরমাতে গিয়ে আক্রান্ত কর্মীর পাশে দাঁড়ান। এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন। বুধবার রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে আক্রমণ চালিয়ে ছিলো দুস্কৃতিরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হামলাকারীরা বিজেপি’র গুন্ডা বাহিনী। দুস্কৃতিদের রোষানল থেকে বাদ যায়নি ৮বছরের শিশুও। তারকে রক্তাক্ত করে দুস্কৃতিরা। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু দুস্কৃতিদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব।
এদিকে সুরমার ঘটনা নিয়ে সরব দেশের রাজধানী দিল্লি।বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা নাগাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছয়জন সাংসদ জাতীয় নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেবেন সুরমার ঘটনা নিয়ে। প্রতিনিধি দলে থাকবেন ছয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার,জহর সরকার, প্রতিমা মণ্ডল, লুইজিনহো ফেলারিও ও নুসরত জাহান রুহি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

Exit mobile version