Site icon জনতার মশাল

১০৩২৩-র জন্য গঠিত হলো
তিন সদস্যের উপদেষ্টা কমিটি।

ডেস্ক রিপোর্টার,১১ জানুয়ারি।।
     ভোটের মুখে ১০৩২৩ চাকুরীচুত্য শিক্ষকদের সমস্যা সমাধানে এগিয়ে এলো রাজ্য সরকার।সমস্যা নিরসনে জন্য গঠিত হলো তিন সদস্যের উপদেষ্টা কমিটি। কিভাবে সমস্যা নিরসন করা যায় তার প্রস্তাব দেবে এই নব গঠিত কমিটি।আগামী ৩১মার্চ ও তার আগে কমিটিকে সরকারের কাছে  রিপোর্ট জমা করতে হবে।  তিন সদস্যের উপদেষ্টা কমিটিতে আছেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি এ বি পাল। হাইকোর্টের আইনজীবী চন্দ্র শেখর সিনহা। ও প্রাক্তন আইএফএস প্রসেনজিৎ বিশ্বাস। রাজ্য  শিক্ষা দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু নির্বাচন একে বারেই দৌঁড় গোড়ায়। ইতিমধ্যে নির্বাচন কমিশনের বিশেষ তিন পৌঁছেছে রাজ্যে এসে। তারা ফিরে যাওয়া পর যেকোনো সময়ই ঘোষনা হতে পারে নির্বাচন।এই পরিস্থিতিতে ১০৩২৩ র বরখাস্ত শিক্ষকদের ভাগ্য কতটা পরিবর্তন হবে? তা নিয়ে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে।

Exit mobile version