Site icon জনতার মশাল

১০৫-বছরের বৃদ্ধার বাড়িতে
আগন্তুক রাজ্যের মুখ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টার, ২৬ জুলাই,
করোনা ভ্যাকসিন নেওয়া ১০৫ বছরের বৃদ্ধা তারাকন্যা দেববর্মার বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যদিও ভোটার আই- কার্ডে বৃদ্ধার বয়স ১০৫ হলেও, পারিবারের সদস্যদের দাবি তাঁর বয়স ১২০-র অধিক হবে।
তারাকন্যা দেববর্মা এই বয়সেও করোনার প্রথম ভ্যাকসিন নিয়ে সম্পুর্ন সুস্থ রয়েছেন।
এই বয়সে তারাকন্যা দেববর্মা করোনা থেকে সুরক্ষিত থাকতে ভ্যাকসিন নেওয়ার খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।সোমবার উদয়পুর ব্রম্মছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত কলুয়াঢেপা পাড়ায় তারাকন্যার বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী প্রবীনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারাকন্যার বাড়িতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, গোমতী জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার ও জেলার পুলিশ সুপার শাশ্বত কুমার, এমডিসি সম্রাট জমাতিয়া। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেরের আগমন কেন্দ্র করে তারাকন্যার বাড়িতে উপচে পড়ে মানুষ। কারণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দেখার জন্য। তবে মুখ্যমন্ত্রীর সফর কেন্দ্র করে কলুয়াঢেপা পাড়ায় ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version