Site icon জনতার মশাল

২৭জানুয়ারি: কালো দিবস
পালন করবে চাকরিচ্যুতরা।

ডেস্ক রিপোর্টার,২৫ জানুয়ারি।।
আগামী ২৭ জানুয়ারি “কালো দিবস” পালন করবে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকরা। গত বছর এদিনেই আগরতলা প্যারাডাইস চৌমুহনীর আন্দোলনমঞ্চ থেকে পুলিশ তুলে দিয়েছিলো আন্দোলনকারীদের। এরপর চাকরিচ্যুত শিক্ষক ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ, পুলিশের জল কামান, টিয়ার গ্যাসের ব্যবহার এবং সর্বশেষে লাঠিচার্জ।সবই হয়েছিলো রাজধানীতে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষকরা।
১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের বক্তব্য, রাজ্যে শিক্ষা দপ্তর এখন পর্যন্ত কোনো বিহীত করতে পারেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাকরণে চাকরিচ্যুত শিক্ষকদের সঙ্গে মিটিং করে বলেছিলেন দুই মাসের মধ্যে তিনি বিকল্প ব্যবস্থা করবেন।কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করেন নি।আক্ষেপের সঙ্গে একথা বলেন চাকরিচ্যুত শিক্ষকরা।
সাংবাদিক সম্মেলনে চাকরিচ্যুতরা দাবি করেন, এখন পর্যন্ত তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাঁচবার চিঠি দিয়েছেন।কিন্তু কোনো চিঠির উত্তর দেন নি মুখ্যমন্ত্রী। চাকরিচ্যুত শিক্ষকরা বলেছেন যদি রাজ্য সরকার তাদের কোনো বিকল্প ব্যবস্থা না করে তাহলে তারা চালিয়ে যাবে আন্দোলন।

Exit mobile version