ডেস্ক রিপোর্টার,১লা জানুয়ারি।।
রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠছে বাইক চোর চক্র। গোটা চক্রের মাস্টারমাইন্ড বাপি মিয়া।তার বাড়ি শহর সংলগ্ন সীমান্ত গ্রাম জয়পুরে। রাজধানীতে বাইক চুরির জন্য ১২জনের একটি টিম তৈরি করেছে বাপি।এর আগেও বাপি বাইক চুরির ঘটনায় সঙ্গে জড়িত ছিলো বলে দাবি পুলিশের।
বাপি মিয়া নকল চাবি প্রস্তুত করতে সিদ্ধহস্ত। মহারাজগঞ্জ বাজারে নকল চাবি তৈরি করার ঠেক রয়েছে তার। অপরাধ জগতের খবর অনুযায়ী, গত এক মাস ধরে বাপি তার নতুন টিম তৈরি করেছে।তার দলে রাজ্যের একাধিক বাইক লিফটার রয়েছে।গোটা টিম পরিকল্পনা করে মাঠে নামলে পুলিশ-গোয়েন্দার ঘুম যে উবে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
খবর অনুযায়ী, বাপি মিয়া তার দলকে শহরের নানান স্থানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে।তারা গত কয়েকদিন ধরে ঘুরাফেরা করছে বাইক চুরির উদ্দেশ্যে।এই খবর পৌঁছেছে পুলিশের কাছে।তক্কে তক্কে রয়েছে রাজধানীর পুলিশও। বাপির টিম টার্গেট নিয়েছে প্রতিদিন অন্তত তিনটি করে বাইক রাজধানীর নানান অঞ্চল থেকে চুরি করবে।এই ব্লু প্রিন্ট মোতাবেক বাপির টিম কাজ শুরু করে দিয়েছে।সতর্ক আছে পুলিশও।বাপির টিমের শাগরেদদের জালে তোলার জন্য কাজ করছে শহরের পুলিশ।
গোয়েন্দার দাবি, বাইক লিফটার বাপির বাড়ি জয়পুর সীমান্তের ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার লাগোয়া।বাপি হামেশায় চলে যায় ওপার সীমান্তে।তার দলে বাংলাদেশের দাগি চোররা রয়েছে।বিকালে তাদেরকে বাপি এপারে নিয়ে আসে।সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরাফেরা করে ওপারের অপরাধীরা ফের চলে যায় নিজেদের গন্তব্যস্থলে। বাইক চুরির অভিযোগে বাপিকে এর আগেও পুলিশ গ্রেফতার করেছিলো।তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বার বার জেল থেকে ছাড়া পেয়ে বাপি ফের নতুন টিম তৈরি করে বাইক চুরিতে মনোনিবেশ করে।বাপি মিয়ার এই কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবহাল।তাছাড়া বাপি অন্যান্য বাইক চোরদের বাইকের নকল চাবি তৈরি করে দিয়ে থাকে।শুধু কি তাই যেকোনো তালার নকল চাবি তৈরিতে মাহির বাপি।স্বাভাবিক ভাবেই বাপি ফের নতুন টিম গঠন করে অপরাধ সংঘটিত করার পরিকল্পনা নেওয়াতে ব্যাঘাত ঘটতে পারে শহরের নিরাপত্তা ব্যবস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *