ডেস্ক রিপোর্টার,১ফেব্রুয়ারি।।
রাজ্যে করোনার সংক্রমণ কমলেও ঘটছে ধারাবাহিক মৃত্যু। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেই চলছে। গত ২৪ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনার কামড়ে মৃত্যু হয়েছে আরো ছয় জনের।এরফলে করোনার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মিলিয়ে মোট ৯০২জনের মৃত্যু হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট পরীক্ষিত নমুনার ছিলো ৪১৯৬টি।তার মধ্যে আরটিপিসিআর টেস্ট হয়েছে ২৮২টি।আরটিপিসিআর টেস্ট থেকে ৯জনের শরীরে করোনার সন্ধান পাওয়া গেছে। এন্টিজেন টেস্ট হয়েছে ৩৯১৪টি। তার মধ্যে এন্টিজেন টেস্ট থেকে ১৩৪জনের শরীরে করোনার সন্ধান মিলেছে। গত একদিনে করোনা আক্রান্তের শতকরা হার ছিলো ৩.৪১শতাংশ।এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯১৯জন।
আক্রান্তের জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম জেলায় সর্বোচ্চ আক্রান্ত। মোট সংখ্যা ৫৯জন।দ্বিতীয় দক্ষিণ জেলা।আক্রান্তের সংখ্যা ২১। ১৪জন করোনা আক্রান্ত রোগীকে নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ধলাই ও উনকোটি।চতুর্থ স্থানে গোমতী।আক্রান্তের সংখ্যা ১২জন। তারপর যথাক্রমে রয়েছে উত্তর জেলা, সিপাহিজলা ও খোয়াই।আক্রান্তের সংখ্যা ৯,৮ ও ৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *