ডেস্ক রিপোর্টার, ২রা জুলাই।।
মনিপুরে প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত মানুষকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন রাজ্যের বীর সন্তান তথা ভারতীয় সেনা জওয়ান সঞ্জয় দেবনাথ। তাঁর বাড়ি বিশালগড়ের বাইদ্যার দীঘি এলাকায়।বীর সেনাদের মৃত্যুতে গোটা রাজ্যের শোকের ছায়া। মনিপুরে এখন পর্যন্ত মোট ৮১জন সেনা শহীদ হয়েছেন।তাদের মধ্যে রাজ্যের সন্তান সঞ্জয় দেবনাথ একজন।শনিবারেই রাজ্যে নিয়ে আসা হবে বীর সেনাদের কফিন বন্দী দেহ। এই খবর পেয়ে সঞ্জয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।
সেনা সূত্রের খবর, মণিপুরের ননী এলাকায় ধ্বস পড়েছিলো গত ২৮জুন।এর পর থেকেই সঞ্জয়কে পাওয়া যাচ্ছিলো না। এই বিষয়টি সেনার পক্ষ থেকে তাঁর পরিবারকে জানানো হয়েছিলো ।অবশেষে শনিবার সকালে ভারতীয় সেনার সদর দপ্তর থেকে সঞ্জয়ের বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর কথা জানানো হয়।এদিনই মাটির নিচ থেকে সঞ্জয়ের লাশ উদ্ধার করে সেনা। গত ২৯জুন সঞ্জয়ের ছুটিতে বাড়িতে আসার কথা ছিল।কিন্তু তার আগের দিন ঘটে বিপত্তি।সঞ্জয় বাড়িতে আসছেন ঠিকই,তবে কফিন বন্দী হয়ে।আগামী সাত মাস পর সঞ্জয়ের চাকরি থেকে অবসরে আসার কথা ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *