ডেস্ক রিপোর্টার,আগরতলা।।
          উৎসব মরশুমে জাতীয় নির্বাচন কমিশন বাজিয়ে দিলো ত্রিপুরার আসন্ন বিধানসভা ভোটার দামামা। রবিবার রাজ্যে এসে পৌঁছলো ২৩-র মহারণের ইভিএম।এদিন বিকালে ১৫টি কনটেইনার লরিতে করে সুদূর হায়দরাবাদ থেকে গণ দেবতাদের রায়ের ইলেকট্রনিক বাক্স এসে পৌঁছায় রাজ্যে। তার মধ্যে ব্যালট ইউনিট রয়েছে ৪৮০০টি,কন্ট্রোল ইউনিট ৪৯০০টি,ভিভিপ্যাট ৪৯০০টি। ইভিএম বোঝাই লরি গুলিকে রাখা হয়েছে পশ্চিম জেলার  “নির্বাচনী গুদাম” উমাকান্ত স্কুলে।

।বিজ্ঞাপন।

সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমগুলিকে নির্বাচনী গুদমে রাখা হয়েছে। পরবর্তী সময়ে এই ইভিএম গুলোকে পাঠানো হবে বিভিন্ন জেলায়।নির্বাচন কমিশনের এই তৎপরতা থেকে স্পস্ট উৎসব মরশুম শেষেই রাজ্যের ভোট বাজারের পারদ পৌঁছে যাবে একেবারেই ঊর্ধ মুখে।
           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *