ডেস্ক রিপোর্টার,৩রা নভেম্বর।।
শিয়রে পুর ও নগর ভোট। ইতিমধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শাসক দল বিজেপি,বিরোধী দল সিপিআইএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস।রাজ্য জুড়ে যখন ভোটের উত্তাপ মধ্য গগনে,তখন বসে নেই নেটিজেনরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতো করে তারা মেতে উঠেছে। এক রাজনৈতিক দলের সমর্থক,অপর রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নানান মন্তব্য করছে। এই সমস্ত উস্কানি মূলক বক্তব্যের জের ধরে বিষিয়ে উঠছে রাজ্য রাজনীতির পরিবেশ। কেউ কেউ ব্যক্তিগত কুৎসা রটিয়ে দিচ্ছে।তাতেই রাজনীতির বিষময় গন্ধ ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।এই বিষয় গুলির উপর তিক্ষণ। নজর রেখে চলছে অরক্ষা দপ্তর।
রাজ্য পুলিশের সদর দপ্তর সূত্রের খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি মূলক মন্তব্যের জন্য ইতিমধ্যে পুলিশ পাঁচটি ফৌজদারি মামলা রুজু করেছে। পাঁচটি মামলায় অভিযুক্তের সংখ্যা ৭১জন।পুলিশ ধীরে ধীরে তাদের সনাক্তকরণের কাজ শুরু করেছে।অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনী । রাজ্য পুলিশের দাবি, সংশ্লিষ্ট লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে
সমাজে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে।
রাজ্য পুলিশের সাইবার সেল সর্বক্ষণ সোশ্যাল মিডিয়ায় উপর নজর রেখে চলছে।ভোট রাজনীতি নিয়ে তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতি মুহূর্তে একাংশ লোকজন নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে সোস্যাল মিডিয়াতে নানান উস্কানি মূলক মন্তব্য করছি।এইসব মন্তব্যের জের ধরে যেকোনো সময় পরিস্থিতি বিগড়ে যেতে পারে বলে মনে করছে পুলিশ।এই কারণে পুলিশ সাইবার সেল তক্কে তক্কে থেকে এখন পর্যন্ত ৭১জনকে সনাক্ত করেছে।তাদের বিরুদ্ধে আইটি এক্টসে এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।তবে এক্ষেত্রে পুলিশ বেশ কিছু ফেক আইডি’র সন্ধান পেয়েছে। কারা ফেক আইডি ব্যবহার করে সোস্যাল মিডিয়াতে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তাদের নামের তালিকাও তৈরি করেছে সাইবার ক্রাইম।অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের সাইবার সেল সংশ্লিষ্ট এলাকার থানায় নামের তালিকা পাঠিয়ে দিয়েছে।থানা পুলিশ তাদের সনাক্ত করে জালে তোলার কাজ শুরু করবে খুব শীঘ্রই।এমনটাই অরক্ষা প্রশাসন সূত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *