ডেস্ক রিপোর্টার, ৫মে।।
“২৫ শে বৈশাখ বিশ্বকবির ১৬১তম জন্মদিন উপলক্ষ্যে করোনাত্তর পরিবেশে এবছর ভিন্ন এক আমেজে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হবে। পাশাপাশি থাকবে বসে আঁকো প্রতিযোগিতা,প্রদর্শনী সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।” —বক্তা রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার রাজ্য তথ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী।
২৫শে বৈশাখকের সমস্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে এদিন তথ্য দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। সভায় ২৫শে বৈশাখের নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং আলোচনার গ্রহণ করা হয় সিদ্ধান্ত।
এদিনের বৈঠকে মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস,রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *