মুম্বাই ডেস্ক,৬ফেব্রুয়ারি।।
৯২ বছরে অমৃতলোকে পাড়ি দিলেন দেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ে প্রয়াত হয়েছেন তিনি।মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর।কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকরের মৃত্যুতে দুইদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে গোটা দেশ।ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে সুর সম্রাজ্ঞিকে শ্রদ্ধা জানিয়ে আগামী দু’ দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা৷ এবং রাষ্ট্রীয় সম্মানেই প্রয়াতা শিল্পী লতা মঙ্গেশকর শেষকৃত্য সম্পন্ন হবে।
লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকাগ্রস্থ বলিউড, টলিউড সহ গোটা দেশ।
প্রসঙ্গত করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর।এরপর থেকেই দেশের কিংবদন্তি গায়িকার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে পরলোকে গমন করছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *