ডেস্ক রিপোর্টার,৭মে।।
বিজেপি জোট সরকারের মন্ত্রী শান্ত্বনা চাকমার বিধানসভা এলাকা পেঁচারথলে নিজেদের শক্তির মহড়া দিয়েছে পাহাড়ের শাসক দল তিপ্রামথা। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। নির্বাচন ঘনিয়ে আসতেই নিজেদের অস্তিত্বের জানান দিতে ময়দানমুখী গ্রেটার তিপ্রাল্যাণ্ডের ফেরিওয়ালারা।
২০২৩ বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করে নিজেদের দলীয় কর্মসূচী ইতিমধ্যেই শুরু করেছে তিপ্রামথা। নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পেঁচারথলে সভা করেন মথার সুপ্রিমো প্রদ্যুত কিশোর। পেঁচারথল শান্তিপুর স্কুল মাঠে হয় সভা।তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্বমন ছাড়াও সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল,ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেব্বর্মা, ঊনকোটি জেলা সভাপতি ধীরেন্দ্র দেব্বর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় আলোচনা করতে উপজাতি অংশের মানুষকে একজোট হয়ে কাজ করার জোর বার্তা দিয়েছেন প্রদ্যুত। মাথা এই দাবি থেকে সরবে না বলে স্পস্ট জানিয়ে দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে পাহাড়- সমতলেও তিপ্রামথা এককভাবেই লড়বে বলেও এদিন জানিয়ে দিয়েছেন মথার সুপ্রিমো।এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলকে নিয়েও সুর চড়িয়েছেন প্রদ্যুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *