ডেস্ক রিপোর্টার,৮মার্চ।।
ফের সত্যের দৃষ্টান্ত স্থাপন করলো “জনতার মশাল”। ‘সাব্রুম সীমান্ত পরিদর্শন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’।—এই খবর সর্ব প্রথম প্রকাশিত হয়েছিলো “জনতার মশাল”-এ। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকাল ৩.০৫মিনিটে সাব্রুম সীমান্তে পৌঁছান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও রাজ্য বিজেপি’র প্রভারী তথা সাংসদ বিনোদ শোনকর। সাব্রুম শহর সংলগ্ন সীমান্তে কাঁটাতারের কাজ কতটা হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।সাব্রুম কাঁঠালছড়ি সীমান্তের ২২১৬/৫ নম্বর সীমান্ত পিলার এলাকা পরিদর্শন করেন অমিত শাহ। বিএসএফের ডিজি,আইজি সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাব্রুমের উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।জানিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *