ডেস্ক রিপোর্টার, ৮ আগস্ট:
“শেষ রক্তবিন্দু দিয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াই করবে তৃনমূল কংগ্রেস।ত্রিপুরায় গণতন্ত্র বলে কিছু নেই।” রাজ্য সফরে এসে একথা বলেন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।
রবিবার অভিষেক রাজ্যে আসে সরাসরি আগরতলা থেকে চলে যান খোয়াইয়ে। খোয়াই থানার পুলিশ মহামারী আইনে গ্রেফতার করেছে তৃণমূলের ১১জন কর্মী-সমর্থককে। শনিবারের আমবাসার ঘটনার পর পুলিশ তাদের গ্রেফতার করেছিলো।পরে তাদের আমবাসা থেকে নিয়ে যাওয়া হয় খোয়াই থানায়।
এই কারণেই অভিষেক আগরতলা থেকে ছুটে যান খোয়াই।তিনি খোয়াই থানায় গিয়ে কথা বলেন দলের কর্মী-সমর্থকদের সঙ্গে। কথা বলেন পুলিশের সঙ্গেও। পুলিশের হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, মহামারী আইনের অজুহাত দেখিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।গ্রেফতারের পর তাদেরকে আগরতলায় নিয়ে আসেনি।সেখান থেকে নিয়ে আসা হয় খোয়াইয়ে। হয়রানি করার জন্যই পুলিশ এই কার্যকলাপ করেছে।খবর অনুযায়ী, এদিন ধৃত তৃনমূল নেতা-কর্মী-সমর্থকদের তোলা হবে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *