ডেস্ক রিপোর্টার,৯ এপ্রিল।।
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে লোকজনকে প্রবেশ করানো সহ অর্থের বিনিময়ে জাল পাসপোর্ট, আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারের করেছে পুলিশ। নাম প্রদীপ ভৌমিক।বাড়ি বাড়ি রাজধানী আগরতলার বাধারঘাট এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে পশ্চিম বঙ্গ থেকে গ্রেফতার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ।শুক্রবার বার রাতে পুলিশ তাকে রাজ্যে নিয়ে আসে।

।ধৃত সীমান্ত অপরাধী প্রদীপ ভৌমিক।

প্রদীপের বিরুদ্ধে এপার বাংলা থেকে ওপার বাংলায় নারী পাচারেরও নানা অভিযোগ রয়েছে। রাজ্য পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য তক্কে তক্কে ছিলো।বিষয়টি আচ করতে পেরে প্রদীপ গা ঢাকা দিয়েছিলো পশ্চিম বাংলায়।

সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছিল ৫জন বাংলাদেশি। তারা পুলিশকে জানিয়েছে, প্রদীপ ভৌমিকের মাধ্যমেই এপারে এসেছে।বিনিময়ে দিয়েছে মোটা অংকের টাকা। এরপরই রাধা কিশোরপুর থানার পুলিশ প্রদীপ ভৌমিকের বিরুদ্ধে মামলা রুজু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রদীপ পশ্চিমবাংলার পূর্ববর্ধমান জেলার পূর্বস্থলীতে অবস্থান করছে। এরপরই তাকে জালে তুলার পরিকল্পনা নেয় পুলিশ।

রাধাকিশোর পুর থানার সেকেন্ড অফিসার দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ পশ্চিমবাংলার পূর্ববর্ধমান জেলা পূর্বস্থলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার পশ্চিমবাংলা থেকে অভিযুক্তকে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ অনুসন্ধানকারী পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *