ডেস্ক রিপোর্টার,৮ নভেম্বর।।
তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন আগরতলায় দলের স্থায়ী অফিস করা হবে।কিন্তু অভিষেকের ঘোষণার কয়েকমাস পরও তৃণমূল কংগ্রেস আগরতলায় স্থায়ী অফিস তৈরি করতে পারেনি।এখনো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যকলাপ চলছে স্থানীয় নেতা সুবল ভৌমিকের বাড়ি থেকে। সুবল ভৌমিকের বাড়িতে অস্থায়ী কার্যালয়ে আসতে দলের অনেক নেতা-কর্মী পছন্দ করছে না।কারণ সুবল ভৌমিক কিছু কিছু নেতা-কর্মীর সঙ্গে এমন ব্যবহার করছেন,যেন গোটা তৃণমূল দলটিকে তিনি কিনে রেখেছেন।অভিযোগ দলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের।
তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি আগরতলার এডভাইজার চৌমুহনীতে একটি বাড়ি দেখেছিল তৃণমূল কংগ্রেসের বঙ্গ নেতৃত্ব।বাড়িতে মূল্য প্রায় কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে দিয়েছিলেন সবুজ সংকেত। বাড়ি কেনার জন্য লেনদেনের দায়িত্ব দেওয়া হয়েছিলো সুবল ভৌমিককে।এই বাড়ির মালিক গৌতম দেববর্মা।তিনি হলেন আগরতলা পুর নিগমের বিজেপি’র প্রার্থী হিমানী দেববর্মার স্বামী।বায়না বাবদ বঙ্গ নেতৃত্ব সুবল ভৌমিকের হাতে ১৫লক্ষ টাকা তুলে দেন। সুবল ভৌমিক এই টাকা দিয়ে বায়ানাও করেন।কিন্তু আইন অনুযায়ী জনজাতিদের জমি অনুপজাতিদের বিক্রি করা যাবে না।আইনের এই ফাঁদে পড়ে যায় তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই বাড়ি ক্রয়ের বিষয়টি এখন থমকে যায়।তবে গৌতম দেববর্মার কাছ থেকে এখনো টাকা ফেরত পায়নি তৃণমূল।
দলের কর্মীদের বক্তব্য, জনজাতিদের জমি অনুপজাতিদের নামে দলিল যে হবে না,এই বিষয়টি সুবল ভৌমিক ভালো ভাবেই জানেন।তাসত্বেও তিনি কেন গৌতম দেববর্মাকে বায়না বাবদ ১৫লক্ষ টাকা দিলেন? প্রশ্ন দলের নিষ্ঠাবান কর্মীদের।তাছাড়া সুবল ভৌমিক ভালো করেই জানান গৌতম দেববর্মার রাজনৈতিক পরিচয়।তিনি বিজেপি’র লোক।বিজেপি কখনো চাইবে না তৃণমূল কংগ্রেস আগরতলায় বাড়ি ক্রয় করে অফিস তৈরি করুক।সমস্ত কিছু জানার পরও সুবল ভৌমিক কেন গৌতম দেববর্মার জমি ক্রয় করতে গেলেন? এই নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ দলের বড় অংশের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *