ডেস্ক রিপোর্টার,১১ডিসেম্বর।।
অবশেষে প্রত্যাশিত ভাবেই পদোন্নতি পেলেন রাজ্য পুলিশের ৫৫জন ইন্সপেক্টর।তারা ডিএসপি পদে পদোন্নতি পেয়েছেন।বৃহস্পতিবার তাদের পদোন্নতির তালিকা প্রকাশিত হয়।তবে তাদের এই পদোন্নতি নিয়েও ক্ষোভ ধূমায়িত হচ্ছে পুলিশ মহলে।পদোন্নতির তালিকায় থাকা সিংহ-ভাগ পুলিশ এক সময় বাম ক্যাডার ছিলেন।তারা এখন নামাবলি পাল্টে গেরুয়া শিবিরের কাছে র লোক হিসাবে পরিচিত।কিন্তু ভোটের গেরুয়া শিবিরের হয়ে কাজ করা পুলিশ অফিসাররা বঞ্চিত পদোন্নতির তালিকা থেকে।পদোন্নতি প্রাপ্ত উল্লেখ্ যোগ্য অফিসাররা হলেন রাজধানীর পশ্চিম ও পূর্ব থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত কর্মকার, সরোজ ভট্টাচার্য। বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা, বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল সেন,ধর্মনগর থানার ওসি মিলন দত্ত, সিধাইয়ের ওসি বিজয় সেন,জিরানিয়া থানার ওসি বাবুল দাস,এয়ারপোর্ট থানার ওসি মুকুলেন্দু দাস,রানীর বাজার থানার ওসি সৌমেন দাস।৫৫জন ইন্সপেক্টর ডিএসপি পদে পদোন্নতি পেলেও ২৮জন সিনিয়র ইন্সপেক্টর বঞ্চিত পদোন্নতি থেকে।আদালত তাদের দিকে রায় দেওয়ার পর বয়সের ইস্যু দেখিয়ে তাদের প্রমোশন প্রক্রিয়া স্থগিত করে দেয় রাজ্য সরকার।সরকারের এই নীতি নিয়ে তীব্র সমালোচনায় মুখর সিনিয়র ইন্সপেক্টররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *