ডেস্ক রিপোর্টার,১২ জানুয়ারি।।
“প্রধানমন্ত্রীকে পাঞ্জাবে খুনের ষড়যন্ত্র করা হয়েছিলো।এই ষড়যন্ত্রের পেছনে ছিলো কংগ্রেসের শীর্ষ স্তরের নেতৃত্ব।সঙ্গে খলিস্তানী জঙ্গিরা।”——বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।বুধবার রাজ্য সচিবালয়ে সাংবাদিক বৈঠক করে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরাসরি আক্রমণ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। মুখ্যমন্ত্রীর ভাষায়,সোনিয়া গান্ধী দিল্লিতে বসে নাটক করছেন।আর পাঞ্জাবে প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন করার জন্য পরিকল্পনা করেছিলো কংগ্রেস।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পাঞ্জাবে প্রধানমন্ত্রীকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিলো তার প্রমান প্রকাশ্যে তুলে ধরেছে সংবাদ মাধ্যম। পাঞ্জাব পুলিশের এস এইচ ও এবং ডিএসপি’র (সিআইডি) কথোপকথন থেকে স্পস্ট হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিলো। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দাবি, আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সড়ক পথে যাবেন বিষয়টি আগেই সিদ্ধান্ত হয়েছিলো।তবে প্রধানমন্ত্রী যাবেন নির্দিষ্ট পথ ধরে। তিনি যাবেন না বিকল্প পথে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এই কথা জানিয়ে দিয়েছিলো পাঞ্জাব পুলিশকে। মুখ্যমন্ত্রী স্পস্ট ভাবে বলেন, রাস্তায় বসে থাকা লোকজনকে তুলে দেওয়ার দায়িত্ব পাঞ্জাব পুলিশের।কিন্তু পাঞ্জাব পুলিশ তা করতে পারেনি। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিলো উপর থেকে।পরবর্তী সময়ে দেখা যায় রাস্তায় বসে যাওয়া লোকজনের সঙ্গে চা খাচ্ছে পাঞ্জাবের পুলিশ কর্মীরা।
প্রধানমন্ত্রীর জনসভায় লোক হয়নি বলে বিরোধীরা প্রচার করেছে।এই তথ্য সম্পূর্ন ভুল।প্রধানমন্ত্রীর জনসভায় এক লক্ষ লোকের সমাগম হয়েছিলো বলে মুখ্যমন্ত্রী এদিনের সাংবাদিক সম্মেলনে দাবি করেন। গুজরাটের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে।ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছিল নরেন্দ্র মোদীকে।কিন্তু ইউপিএ সরকারের জামানাতেই নরেন্দ্র মোদীকে আদালত নির্দোষ ঘোষণা দিয়েছিল।
মুখ্যমন্ত্রী বলেন,ভারতীয় রাজনীতিতে আগে এই ধরণের সংস্কৃতি ছিলো না।কংগ্রেস এখন এই সংস্কৃতি আমদানি করছে।তারা হাত মিলিয়ে ভারত বিরোধী শক্তি খলিস্তানী জঙ্গিদের সঙ্গে।কংগ্রেস কখনো কখনো দেশের দুই শত্রু চীন ও পাকিস্তানের সুরে কথা বলছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আগাগোড়া আক্রমণ করেন কংগ্রেসকে।এবং বলেন দেশের মানুষ সব বুঝতে পেরেছে।তারাই সময় মতো দেবে উপযুক্ত জবাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *