ডেস্ক রিপোর্টার,১২জুন।।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরবর্তী গন্তব্য কোথায়? তা জানার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে রাজ্যের মানুষ। শেষ শুক্রবারে আচমকা বিপ্লব কুমার দেব দিল্লিতে উড়ে যান। তাঁর দিল্লি গমন নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।
শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি’র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে “সাক্ষাৎ পর্বে”র ছবি পোস্ট করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, “আসন্ন উপনির্বাচন এবং তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয় নিয়ে জেপি নাড্ডার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিরা মডেলকে বাস্তবায়িত করতে সমর্পিত।”
বিজেপি সূত্রের খবর, আসন্ন উপভোটের পর বিপ্লব কুমার দেবকেই রাজ্য বিজেপি’র সভাপতির পদে বসানো হতে পারে।কারণ ২৩-র ভোটে বিজেপিকে বৈতরণী অতিক্রম করতে হলে বিপ্লব কুমার দেবকে অবশ্যই প্রয়োজন গেরুয়া শিবিরের। এই সহজ সত্য উপলব্ধি করতে পেয়েছেন বিজেপি’র সর্ব ভারতীয় থিঙ্ক-ট্যাঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *