তেলিয়ামুড়া ডেস্ক,১২অক্টোবর।।
শারদীয়া উৎসবের আনন্দের মাঝেই বিষাদের সুর তেলিয়ামুড়ায় । সপ্তমীর পুণ্যলগ্নের সকালে ফের ভয়াবহ যান দুর্ঘটনা
মুঙ্গিয়াকামীর আঠারমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায় । এই যান সন্ত্রাসের ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের।তাদের মধ্যে একজন পুরুষ।তার নাম রবি দেববর্মা।অপর জন মহিলা।তিনি গর্ভবতী ছিলেন। খবর লেখা পর্যন্ত মৃতার নাম জানা যায়নি।এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতের তালিকায় ছয় বছরের এক শিশু রয়েছে।তার নাম মেরি ত্রিপুরা।তাছাড়া মলিন কিশোর ত্রিপুরা ও চালক বড়দা দেববর্মা।তাদের তিনজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা নাগাদ ধর্মনগর থেকে আগরতলার অভিমুখে আসছিল টিআর ০৫-এফ ০২৪৫ নম্বরের একটি যাত্রীবাহী মারুতি গাড়ি । মুঙ্গিয়াকামী থানার আঠারমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায় জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং জাতীয় সড়ক থেকে পাল্টি খেয়ে ১৬০ ফুট নিচে গভীর খাদে পতিত হয়।তীব্র বিকট শব্দ শুনে ছুটে আসে আশপাশের লোকজন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে।তৎক্ষণাৎ দুই বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে উধারকার্যে হাত লাগায়। সহযোগিতা করে স্থানীয় লোকজন। দমকল কর্মীরা লুঙ্গা থেকে রবি দেববর্মা সহ গর্ভবতী মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাদবাকীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাঠিয়ে দেয়।ছয় বছরের শিশু মেরি ত্রিপুরা, মলিন কিশোর ত্রিপুরা ও চালক বড়দা দেববর্মাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়াতে রেফার করা হয় জিবি হাসপাতালে। মৃত যাত্রী রবি দেববর্মা ও গর্ভবতী মহিলার নিথর দেহ পুলিশ তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। সপ্তমীর সকালে এই যান সন্ত্রাসের ঘটনায় গোটা মহকুমা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *