ডেস্ক রিপোর্টার,১৩ডিসেম্বর।।
রাজ্যের পুর ও নগর ভোটের ফলাফল ঘোষণার পর কয়েকদিনের জন্য বন্ধ ছিলো তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ। নেতারা নিয়েছেন বিশ্রাম। এখন তারা ফের মাঠে।রাজ্যে এসেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও বঙ্গের তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। সোমবার তৃণমূল নেতৃত্ব আহবায়ক সুবল ভৌমিকের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন দলের আগামীদিনের কর্মসূচি নিয়ে। প্রদেশ ঘাসফুল শিবিরের নেতৃত্ব তারই রোডম্যাপ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে।
এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, সদ্য সমাপ্ত পুর ও নগর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোটের ভাগ দেখে বিজেপি ভয় পেয়েছে। নির্বাচনে বিজেপি ভোট কারচুপি, বুথ জ্যামিংয়ের মতো অপরাধ সংঘটিত করেছে।সুস্মিতা দেবের দাবি, তৃণমূল কংগ্রেসের নেতারা এই সকল বার্তা ছড়িয়ে দিতে যাবেন রাজ্যের গ্রাম-পাহাড়ে।এবং রাজভবন অভিযানে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরা হবে। নির্বাচনের আগে ও পরে তৃণমূল কংগ্রেসের যেসকল নেতা-কর্মীরা আক্রান্ত হয়েছেন দল তাদের খোঁজ রাখছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহবায়ক সুবল ভৌমিক। তাঁর বক্তব্য, ভোটে প্রচার করা প্রতিটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।কিন্তু পুর নির্বাচনে রাজ্য প্রশাসন তৃণমূল কংগ্রেসকে বেশ কয়েকটি ক্ষেত্রে প্রচারের অনুমতি দেয়নি।বঙ্গ থেকে উড়ে আসা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন।তিনি বলেন,আগামী ১লা জানুয়ারী রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে ঘাসফুল শিবির।তাছাড়া পুর ভোটের সন্ত্রাস নিয়েও সরব হন এই বঙ্গ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *