ডেস্ক রিপোর্টার, ১৪আগষ্ট।।
“রাজ্যে দক্ষ খেলোয়াড়ের অভাব নেই, শুধুমাত্র উপযুক্ত ইনফ্রাকস্ট্রাকচারের অভাব আছে। তার জন্য রাজ্যের খেলোয়াড়রা অনেক ক্ষেত্রে নিজেদের মেলে ধরতে সক্ষম হচ্ছে না।”….. বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা।
রবিবার আগরতলা টাউনহলে, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মেডেল জয়ীদের সম্বর্ধনা জ্ঞাপন ও ‘প্রধানমন্ত্রী বাল শক্তি অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামো কিভাবে আরো বৃদ্ধি করা যায় তার জন্য চেস্টা করছে সরকার। প্রশিক্ষণের প্রতি রাজ্যের কোচদের আরো বেশি মনোযোগী হওয়া জন্য মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। এবং তাতে রাজ্যের খেলোয়াররা উপকৃত হবে বলেও দাবী করেন তিনি। খেলোয়ারদেরও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী l মুখ্যমন্ত্রী বলেন, খেলোয়াড়রা যাতে বেশি করে প্র্যাকটিস করবে তবেই তাদের আসবে সাফল্য । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া- যুব কল্যাণ ও তথ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *