লক্ষনৌ ডেস্ক,১৪ ডিসেম্বর।।
“ঐতিহ্য ও আধুনিকরণের মিশেল নতুন করিডোর তৈরি হয়েছে।করোনাকালে যে সকল শ্রমিকরা করিডোর তৈরির কাজে নিয়োজিত ছিলেন তাদের প্রতিও প্রকাশ করি কৃতজ্ঞতা”—-বক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন করে একথা বলেন নরেন্দ্র মোদী তথা বারাণসীর সাংসদ।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী সফরে গোটা বারাণসী ছিলো মোদীময়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন উত্তর প্রদেশের বারাণসীতে যান। তিনি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধনের পাশাপাশি গঙ্গাস্নান করেন।এবং দর্শন করেন গঙ্গা আরতীর। নরেন্দ্র মোদীর সফর কেন্দ্র করে সেজে উঠেছিল গোটা বারাণসী।শহর জুড়ে ছিলো অকাল দীপাবলি।১১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়েছিলো গঙ্গার দশাশ্বমেধ সহ একাধিক ঘাট।. প্রসঙ্গত ২০১৯-সালে কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর প্রকল্পের শিল্যান্যাস করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই করিডোর তৈরিতে ব্যায় হয়েছে মোট ৩৩৯কোটি টাকা। প্রধানমন্ত্রী তথা স্থানীয় সাংসদ নরেন্দ্র মোদীর কাশী বিশ্বনাথ মন্দির সফর কেন্দ্র করে গোটা বারাণসীতে ছিলো আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।যেন মাছি গলবারও জায়গা নেই। আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন।তার আগে অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর উদ্বোধন করে ভোটের ট্রাম কার্ড খেলে দিয়েছেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *