উদয়পুর ডেস্ক,১৫ ফেব্রুয়ারি,

“মাই ভোট ইজ মাই ফিউচার, পাওয়ার অফ ওয়ান ভোট”। ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতার লক্ষ্যে পাঁচটি বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত ২৫ জানুয়ারি থেকে শুরু হয় “মাই ভোট ইজ মাই ফিউচার- পাওয়ার অফ ওয়ান ভোট” শীর্ষক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। পাঁচটি বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সংগীত, ভিডিও তৈরি ও পোস্টার ডিজাইন এ পাঁচটি বিষয় থাকবে। সঙ্গীত, ভিডিও তৈরি ও পোস্টার ডিজাইন তিনটি বিভাগে যথাক্রমে প্রতিষ্ঠান, পেশাগত এবং অপেশাদার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতায় তিনটি পর্যায়ে থাকবে বিজয়ীদের আকর্ষণীয় এসিআই মার্চেন্ডাইজ এবং ব্যাজ প্রদান করা হবে। অংশগ্রহণকারী প্রত্যেককেই সার্টিফিকেট দেওয়া হবে। স্লোগান প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় ও সান্তনা পুরস্কার বিজয়ীদের যথাক্রমে ২০হাজার টাকা,১০ হাজার টাকা ৭ হাজার,৫০০ টাকা এবং ২ হাজার টাকা করে দেওয়া হবে।
এ প্রতিযোগিতা গুলির বিচারক হিসেবে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক বিচারক মন্ডলী প্রতিযোগিতার বিচারকার্য করবেন। মঙ্গলবার গোমতী জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক আর এইচ কুমার এই ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *