আমবাসা ডেস্ক,১৬জুন।।
সুরমা বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করেসংঘটিত রাজনৈতিক সন্ত্রাসে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের অভিযোগ , তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার অপরাধে পাঁচজন তৃণমূল কর্মীর উপর আক্রমণ করে বিজেপি’র দুস্কৃতিরা। এই‌ রাজনৈতিক সন্ত্রাসের ইস্যু নিয়ে বৃহস্পতিবার আমবাসা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসে রাজ্য সভাপতি সুবল ভৌমিক, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ সহ অন্যান্যরা।
সাংবাদিক বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়, সুবল ভৌমিকরা বলেন, সন্ত্রাস কোনোভাবেই কাম্য নয়। রাজ্য বিজেপির পায়ের নিচের মাটি সরে গেছে। তাই এধরনের ঘটনা সংঘটিত করছে । বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে এগিয়ে আসছে। এই কারণেই বাড়ছে সন্ত্রাসের মাত্রা।পাশাপাশি তৃণমূল নেতৃত্ব রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেন, ” মুখ্যমন্ত্রী বলেছিলেন,উপভোটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কিন্তু তারপরও সন্ত্রাস কমে নি। মুখ্যমন্ত্রী পুরোপুরি ব্যর্থ। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *