ধর্মনগর ডেস্ক, রিপোর্টার,
                  অসমে পাচারের পথে উত্তর জেলার চুড়াই বাড়ি থানার পুলিশের হাতে আটক পাঁচ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ।থানার সামনের নাকা চে‌কিং‌য়ের সময় এএস০১ এম সি – ৮৫৮০নম্বরের ছয় চাকার লরিতে তল্লাশি চালিয়ে কফ সিরাপের দশটি কার্টন উদ্ধার করে। কার্টন গুলি থেকে  মোট এক হাজার নেশাজাতীয় কফ সিরাপের হদিশ পায় পুলিশ। উদ্ধারকৃত কফ সিরাপের নাম
  করিজেস্ট। সঙ্গে গ্রেফতার করা হয়েছে লরির  চালক জয় কৃষ্ণ মালাকারকে।তার বাড়ি ধর্মনগরের মিশন টিল্লা এলাকায়। বর্তমানে নেশা জাতীয় কফ সিরাপ করিজেস্ট সহ চালক ও লরি চুড়াইবাড়ি থানার পুলিশের  হেফাজতে ।
    চুড়াইবাড়ি থানার ইন্সপেক্টর অজিত চাকমা জানান, তাদের রুটিন তল্লাশিতেই আসে এই সাফল্য।  উদ্ধারকৃত কফ সিরাপ করিজেস্টের  বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা। পুলিশ একটি এনডিপিএস অ্যাক্টসে মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। ধৃত চালককে জয় কৃষ্ণ মালাকারকে শুক্রবার ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ।  অপরদিকে ধৃত চালক জয় কৃষ্ণ মালাকার জানায়, সে এই কফ সিরাপগুলি গুয়াহাটি থেকে আগরতলা নিয়ে এসেছিল। আগরতলার কফ সিরাপের মালিকের এই সিরাপ গুলি পছন্দ না হওয়াতে পুনরায় আসামের  এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল। চালক আরো জানায়,  এই নেশা সামগ্রীগুলি মূলত শিলচরে নামানোর কথা ছিলো। কিন্তু ভুলবশতঃ আগরতলাতে নিয়ে যায়। সেখান থেকে পুনরায় আসামের  উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চুড়াবাড়ি থানার  পুলিশ সিরাপগুলি আটক করে।
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *