ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
      সরকারি কর্মচারি ও পেনশনারদের পূজার অনুদান বৃদ্ধি রাজ্যের সরকারি কর্মচারি ও পেনশনারদের পূজার অনুদান আরও ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, পূজার অনুদান বাড়ানোর ফলে রাজ্যের সরকারি কর্মচারি ও পেনশনাররা এবছরের পূজার অনুদান ১৫০০ টাকা করে পাবেন। এছাড়াও পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়েল ওয়ার্কার কনট্রাক্টচুয়াল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার/হেল্পার এবং হোমগার্ড ও এস পি ও জওয়ানরা পূজার অনুদান ১৭০০ টাকা করে পাবেন। এছাড়াও সরকারি কর্মচারিরা পূজার অ্যাডভান্স গত বছরের মত ২০ হাজার টাকা করেই পাবেন। এছাড়াও এবছর অঙ্গনওড়ারী কর্মী/হেল্পার, হোম গার্ডরা পূজার অ্যাডভান্স পাবেন ৫ হাজার টাকা করে এবং আশা ওয়ার্কাররা ২০০০ টাকা করে পাবেন। সাংবাদিক সম্মেলনে অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে জানান, আজাদি কা অমৃত মহোৎসব এবং ত্রিপুরা পূর্ণরাজ্য প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে রাজ্যে স্বাস্থ্য, সড়ক পরিকাঠামোগত উন্নয়নে, মহিলা ও শিশুর সার্বিক উন্নয়নে এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হবে। এরজন্য রাজ্য সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স থেকে ৫৬৬ কোটি টাকার মঞ্জুরী দিয়েছে অর্থদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *