আমবাসা ডেস্ক,১৮মার্চ।।
রঙের উৎসব হোলিতে বিষাদের ছায়া। গোটা আমবাসা জুড়ে। হোলির দুপুরে ছড়ার জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেলো তিন নাবালক। তারা হলো আসমান কুমার(১২), প্রবাল তেওয়ারী(১২) ও অজিত জগদব(১৬)।তিনজনের বাড়ি আমবাসা জওহর নগর। মৃতরা প্রত্যেকে বিএসএফ পরিবারের সদস্য। তাদের পিতার ১৩৮নম্বর ব্যাটেলিয়নে কর্মরত।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে তিন নাবালক হোলি উৎসবে নিজেদের নানান রঙে রাঙিয়ে নেয়।বেশ কিছু সময় ধরে তারা ব্যস্ত ছিলো রঙ খেলায়। রঙ খেলার শেষে তিনজনই পাশ্ববর্তী ছড়ার জলে যায় স্নান করতে। কিন্তু তারা আর বাড়িতে ফিরে আসেনি।একে একে তিন নাবালক তলিয়ে যায় ছড়ার জলে। ছড়াতে তাদের ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেয় দমকল বাহিনীকে।তবে এর আগেও উপস্থিত লোকজন তিনজনকে নিয়ে আসে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে।কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
বিএসএফ কর্মীর তিন সন্তানের মর্মান্তিক মৃত্যুতে জওহর নগর সহ গোটা আমবাসাতে জনমনে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি মামলা রুজু করে শুরু করেছে তদন্ত।তিন নাবালকের মৃত্যু কি নিছক সলিল সমাধি। নাকি ঘটনার অন্তরালে রয়েছে অন্য কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *