ডেস্ক রিপোর্টার:১৮সেপ্টেম্বর।।
“অহংকারী নয়,বিনয়ী হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে সংযত হয়ে।” কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
দলের এক কর্মী সভায় মুখ্যমন্ত্রী বলেন, বুথ শক্তিশালী হলে বিজেপি শক্তিশালী হবে।বুথ শক্তিশালী হলে বিধানসভা কেন্দ্র বিজেপি’র জন্য শক্তিশালী হবে।তাই আগে বুথ আগে শক্তিশালী করতে হবে।তার জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে সংযত ভাবে।
সরকারি কর্মচারীদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন তারা সরকারের অংশ।তাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে।আর সরকার পরিচালনা করছে বিজেপি।অর্থাৎ সরকারী কর্মচারীরা সরকার ও দল উভয়ের।।
বামেদের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, গত ২৫বছর ধরে বামেরা রাজ্যে রাজত্ব করেছিলো।তাতে বাম নেতারা অহঙ্কারী হয়ে উঠেছিলো। এই কারণেই ঘটেছে পতনও।তাই দলীয় কর্মীদেরও সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *