ডেস্ক রিপোর্টার,১৮নভেম্বর।।
বিজেপি-তৃণমূলের সংঘর্ষ কেন্দ্র করে তপ্ত তেলিয়ামুড়া। এই সংঘর্ষে উভয় পক্ষেই বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।শাসক দল বিজেপি’র অভিযোগ মূলে পুলিশ তৃণমূল কংগ্রেসের পাঁচ সমর্থককে গ্রেফতার করেছে।বুধবার রাতে এই ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবারেও থমথমে পরিবেশ বিরাজ করছে তেলিয়ামুড়াতে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তেলিয়ামুড়া পুর পরিষদের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে ছিলো বিজেপি-তৃণমূল উভয় রাজনৈতিক দল।
বিজেপি কর্মীরা যখন প্রচার শেষ করে ফিরছিল, তখন প্রচারে বের হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাস্তায় দুই দল মুখোমুখি হতেই মুহূর্তে পাল্টে যায় পরিস্থিতি।একে অপরকে লক্ষ্য করে ছুড়তে থাকে ইট-পাটকেল।বেশ কিছুক্ষণ সময় ধরে উভয় রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে চলে ইট-বৃষ্টি।
বিজেপি’র অভিযোগ, তারা যখন প্রচার সেরে ফিরছিলো,এমন সময় পাশের রাস্তা ধরে যাওয়া তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে গালি-গালাজ সহ ইট-পাটকেল ছোড়া হয়। তৃণমূল কর্মীরা রাস্তায় লাগানো বিজেপি’র পতাকা, হোডিং ফেলে দেয়।এরপর পাল্টা প্রতিরোধ গড়ে তুলে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, তারা রাস্তা দিয়ে শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যাচ্ছিল।এই সময় বিজেপি’র মিছিল থেকে তাদের আক্রমণ করা হয়।তাতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কিন্তু পুলিশ ঘটনা স্থলে এসে তৃণমূল কংগ্রেসের আক্রান্ত কর্মীদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।পরবর্তী সময়ে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব।এদিকে তৃণমূল কংগ্রেসের ধৃত পাঁচ সমর্থককে বৃহস্পতিবার খোয়াই আদালতে সোপর্দ করেছিল পুলিশ।আদালত ধৃতদের আগামী ৩০নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *