ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
          দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যে বিভিন্ন সামাজিক ভাতা ২০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত “প্রতি ঘরে সুশাসন” কর্মসূচি উদ্বোধন করেই একথা বলেছেন মুখ্যমন্ত্রী।
          মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সব প্রতিশ্রুতি পালন করছে। সামাজিক ভাতা আগে ছিলো ৭০০ টাকা।২০১৮ তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটাকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়েছিল। এখন তা বৃদ্ধি করে করা হয়েছে ২০০০টাকা।
     মুখ্যমন্ত্রীর বক্তব্য,”আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী” এই দিশাতেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  আদর্শকে সামনে রেখে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার বদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখেই “প্রতি ঘরে সুশাসন” অভিযান কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
     রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতি ঘরে সুশাসন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।মুখ্যমন্ত্রী ছাড়াও  উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী  যীষ্ণু দেববর্মা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী  সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র  দীপক মজুমদার এবং প্রশাসনিক আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *