স্পোর্টস ডেস্ক, আগরতলা, ১৯ ডিসেম্বর।।
সাংবাদিক ক্রিকেটাররা দুর্দান্ত জয় পেয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে হারিয়েছে টিএনজিসিএল-কে। গান্ধীগ্রাম স্কুল মাঠে খেলা হয়েছে। অলরাউন্ডারে সমৃদ্ধ টিএনজিসিএল দল, বিপক্ষে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব-এর অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্স – দুই মিলে এক সময় যেন প্রীতি ক্রিকেট তার গণ্ডি পেরিয়ে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশে পা রাখে। টসে হারলেও সাংবাদিক ক্রিকেটাররা প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায়। সীমিত ২০ ওভারে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৫ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। দলের পক্ষে অনির্বাণ দেবের ৫৯ রান, মেঘধন দেবের ৪৫ রান, মৃদুল চক্রবর্তীর অপরাজিত ৩৮ রান, বাপন দাসের ২১ রান এবং রবীন্দ্র শর্মার ১৭ রান উল্লেখযোগ্য। বিশ্বজিৎ দেবনাথ ৭ রানে অপরাজিত থাকেন। বিশ্বজিৎ মজুমদার তিনটি উইকেট পান ৪৬ রানের বিনিময়ে। এছাড়া সুব্রত দেবনাথ ও প্রশান্ত দত্ত পেয়েছেন একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই টিএনজিসিএল উইকেট হারাতে থাকে। সাংবাদিক ক্রিকেটার দলের অধিনায়ক অভিষেক দে এবং জাকির হোসেনের বোলিং ঘূর্ণিতে টিএনজিসিএল দলে ধস নেমে আসে। ৪২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। প্রশান্ত (১৫) ছাড়া আর কেউ দুই অঙ্কে গড়াতে পারেনি। অভিষেক দে ২৫ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়ে একাধারে সেরা বোলার এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও ছিনিয়ে নেন। সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন অনির্বাণ দেব। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন টিএনজিসিএল-এর বিশ্বজিৎ মজুমদার। ম্যাচ শেষে এক বিশেষ অনুষ্ঠানে টিএনজিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর এ. আমব্রাসম, সিনিয়র অফিসার প্রজেক্ট শম্ভু সিং, স্পনসরর দাভা ইন্ডিয়ার মুখ্য প্রবন্ধক অরিন্দম দে, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের এক্সিকিউটিভ তথা জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। টিএনজিসিএল-র এমডি ওনার সংক্ষিপ্ত বক্তৃতায় সাংবাদিকদের সঙ্গে টিএনজিসিএল-এর সম্পর্ক অটুট রক্ষার্থে এধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের ভূয়সী প্রশংসা করে তা জারি রাখার আহ্বান জানান। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার বিপ্লব গোপ ও বিশ্বজিৎ সরকার। দুই দলের ব্যবস্থাপক তথা অধিনায়ক অভিষেক দে এবং প্রশান্ত দত্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *