ডেস্ক রিপোর্টার,২০এপ্রিল।।
রাজ্যের চার কেন্দ্রের উপ নির্বাচনের প্রাকলগ্নে কল্পতরু রাজ্য সরকার। অর্থাৎ ২৩-কে লক্ষ্য রেখেই রাজ্য সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে । বুধবার রাজ্য মন্ত্রিসভা শিক্ষক থেকে শুরু করে ফায়ারম্যান নিয়োগ, সাংবাদিকদের স্বাস্থ্য বীমা এবং স্ব-সহায়ক দলগুলোর লোন প্রদানের ক্ষেত্রে দেওয়া স্ট্যাম্প ডিউটির ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাজ্য সচিবালয়ে সাংবাদিক বৈঠক করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে মোট ৯৩০ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারমধ্যে পিজিটি নেওয়া হবে ১১০জন, জিটি নিয়োগ করা হবে ২৩০জন। এছাড়া এলেমেন্টারি এডুকেশনে নিয়োগ করা হবে আরও ছয়শ শিক্ষক।
শিক্ষা দপ্তর ছাড়াও অগ্নিনির্বাপক দপ্তরে ৩০৪ জন ফায়ারম্যান নিয়োগ করা হবে। এবং একই দপ্তরে নিয়োগ করা হবে ২৫জন ড্রাইভার। এদিনের রাজ্য মন্ত্রিসভা রাজ্যের টিএসআর জওয়ানদের চাকরির বয়স সীমা বৃদ্ধির বিষয়েও সিলমোহর দিয়েছে। এখন টিএসআর জওয়ানদের চাকরির বয়স সীমা ৬০ বছর। রাজ্যে এই মুহূর্তে ১২হাজার টিএসআর কর্মরত। টিএসআর চাকরির বয়স সীমা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ৫৩ কোটি ৪৪লক্ষ ৪৫হাজার ৪৬টাকা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুশান্ত চৌধুরী।

মন্ত্রী জানিয়েছেন, রাজ্য পুলিশ ও টিএসআর কর্মীদের রেশন মানি বাড়ানো হয়েছে দুইশ টাকা করে। অর্থাৎ আটশ টাকা থেকে এক হাজার টাকা।এতে উপকৃত হবে রাজ্যের ২২হাজার ১২৫জন পুলিশ-টিএসআর কর্মী। তারজন্য রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত ৫কোটি ৩১লক্ষ৬৪হাজার ৫০০টাকা। পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর এবং টিএসআরে জওয়ান থেকে সুবেদার পর্যন্ত এই রেশন মনির সুবিধা ভোগ করতে পারবেন।
রাজ্যের স্ব-সহায়ক দলগুলির জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এতদিন স্ব-সহায়ক দলগুলোকে ঋণ নেওয়ার সময় স্ট্যাম্প ডিউটি দিতে হতো। এখন তা লাগবে না। দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিলে দিতে হবে না স্ট্যাম্প ডিউটি। জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *