ডেস্ক রিপোর্টার,২০মে।।
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই দারুন ভাবে রাজনৈতিক সৌজন্যতা দেখালেন ডা: মানিক সাহা। শুক্রবার তিনি ত্রিপুরা মেডিক্যাল কলেজের গিয়ে দেখে আসেন রাজ্যের প্রাক্তন অসুস্থ পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাছ থেকে বাদল চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা অসুস্থ বাদল চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করেন।

টিএমসিতে তাঁর চেম্বারে মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা তাঁর সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট দিয়ে বলেন,”তিনি এদিন ত্রিপুরা মেডিক্যাল কলেজে পরিদর্শনে গিয়েছিলেন। হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন,বাদল চৌধুরী ভর্তি থাকার কথা।এরপরই তিনি প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে দেখে আসেন।”এদিন মুখ্যমন্ত্রী তাঁর পুরানো কর্মস্থল টিএমসি সফর কালে নিজের আগের চেম্বারে এবং চেয়ারে কিছুক্ষণ সময় কাটান।

এজিএমসি’তে বৈঠকে মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিনই তিনি প্রথম জিবি হাসপাতাল পরিদর্শন করেন। জিবিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মুখ্যসচিব সহ দপ্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এজিএমসি’র প্রিন্সিপাল,চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। এই হাসপাতালের সার্বিক পরিকাঠামোর উন্নয়ন করে রাজ্যে আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য আগামীর রূপরেখা নিয়েও মূল্যবান আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *