বিলোনিয়া ডেস্ক,২০নভেম্বর।। " বিদ্বেষকামী নাট্যভিনেতারা রাজ্যের উন্নয়নের গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তৎপর।তবে রাজ্যের মানুষ তাদের দুরভিসন্ধি বুঝে গেছে।" বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।বিলোনিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। পুর ও নগর ভোটের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী চষে বেড়াচ্ছেন গোটা রাজ্য।শনিবার মুখ্যমন্ত্রী যান বিলোনিয়া সফরে।স্থানীয় পুর পরিষদ নির্বাচনে বিজেপি'র প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী করেন জনসভা।এদিনের জনসভাতে ফের ধাক্কা লাগে বিরোধ সিপিআইএম ও কংগ্রেস শিবিরে। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৭০০ভোটার যোগ দেয় বিজেপিতে।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে পরিষ্কার করে বলেন," বিলোনিয়াকে আধুনিক নগরায়ন ও সার্বিক বিকাশের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে। আর্থিক সাহাযার্থ্যে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক(এডিবি)।" মুখ্যমন্ত্রী দাবি করেন,"রাজ্যের সার্বিক বিকাশের পক্ষে মূল্যবান মতাধিকার আত্মনির্ভর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ সুনিশ্চিত করণের সহায়ক।" রাজ্যের নারী শক্তির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন,সরকারের উপর নারী শক্তির সম্পুর্ন আস্থা রয়েছে। এটাকে বাস্তবে প্রমাণিত করেই নতুন দিশায় চলছে রাজ্য।" ভোটের মুখে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিলোনিয়া সফরে এক সময়ের বাম দুর্গ বিলোনিয়াতে চাপ বাড়ছে সিপিআইএম'র। কমিউনিস্টরা এই ভোটে বিশেষ সুবিধা করতে পারবে না বলেই মনের করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *