ডেস্ক রিপোর্টার,২১এপ্রিল।।
আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের নতুন রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। খাদ্য দপ্তরে কাজ চলছে জোর কদমে। কিন্তু নতুন রেশন কার্ড প্রদান প্রক্রিয়া কেন্দ্র করে দপ্তর থেকে শুরু করে রেশন ডিলাররা জড়িয়ে যাচ্ছে দুর্নীতিতে।
রাজ্যের বহু পরিবারের রেশন কার্ড রয়েছে যেখানে পরিবারের সদস্যদের মৃত্যুর পরও রেশন কার্ড থেকে নাম বাদ যায়নি।আবার অনেকের কার্ডে পরিবারের এমন সদস্যের নাম রয়েছে যারা রাজ্যে থেকেই না। নতুন রেশন কার্ড ভেরিফিকেশনে এই বিষয় গুলি সামনে এসেছে।
খাদ্য দপ্তর সূত্রের খবর, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম রেশন কার্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে দপ্তর। তবে তার জন্য পরিবারের মৃত ব্যক্তিকে ডেড সার্টিফিকেট এবং বহিঃ রাজ্যে বা ভিন দেশে থাকা লোকজনের আঁধার কার্ড দেখিয়ে তাদের নাম বাদ দিতে হবে।দপ্তরের এই নিয়মকে হাতিয়ার করে মানুষের পকেট কাটার ফন্দি এটেছে একাংশ রেশন ডিলার।অভিযোগ ভুক্তভুগী পরিবারের।
প্রতিটি রেশনে এরকম বেশ কিছু কার্ড রয়েছে। পরিবারগুলোর অভিযোগ, রেশন ডিলাররা জানিয়ে দিয়েছে কার্ড থেকে নাম কাটতে হলে মাথা পিছু ৫হাজার টাকা লাগবে। অন্যথায় নাম কাটা যাবে না কার্ড থেকে।আর নাম না কাটলে এই কার্ড দিয়ে পাওয়া যাবে না রেশন। আর তাতেই মাথায় বাজ পড়েছে বহু গরীব মানুষের। রেশন না পেলে,না খেয়ে মরতে হবে তাদের। আবার তাদের পক্ষে মাথা(পরিবারের মৃত সদস্য বা ভিন রাজ্যে বা ভিন দেশে অবস্থান করছেন) পাঁচ হাজার টাকা দিয়ে কার্ড থেকে নাম কাটা সম্ভব নয়।
কিন্তু কার কথা কে শুনে,রেশন ডিলাররা অঘোষিত ভাবে অতিরিক কামায়ের জন্য এই নিয়ম লাগু করে দিয়েছে।তারা বলছে, দপ্তর গিয়ে কার্ড থেকে নাম বাদ দিতে হলে টাকা ছাড়া কিছুই হবে না।নাম না কাটলে পাওয়া যাবে না রেশন।
রাজ্যের শহর-সমতল,গ্রাম-পাহাড় সব জায়গাতে থাকা রেশন ডিলাররা একই ভাবে হুলিয়া জারি করেছে। অনেকেই বাধ্য হয়ে ধার দেনা করে টাকা এনে দিয়েছে রেশন ডিলারকে।এরপর তাদের কার্ডে থাকা লোকজনের নাম বাদ দেওয়া হয়েছে। গোটা রাজ্যে একই চিত্র। অর্থাৎ রেশন কার্ড থেকে মৃত ব্যক্তিকে নাম বাদ দেওয়ার বাহানায় খাদ্য দপ্তরে মাথা চাড়া দিয়ে উঠা এই ঘুঘুর বাসার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে দপ্তরের দন্ডমুন্ডের কর্তারা? প্রশ্ন জনমনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *