বিশালগড় ডেস্ক,২১ সেপ্টেম্বর।।
রাজ্যের শিক্ষাঙ্গনেও নিরাপদ নয় ছাত্রীরা। স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যানের কু-নজরে পড়তে হয়েছে পাঁচ নাবালিকা ছাত্রীকে। অবুঝ ছাত্রীদের নানা ভাবে ফুঁসলিয়ে ভয় দেখিয়ে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান পাঁচ ছাত্রীর শ্লীলতাহানি করে।অভিযুক্ত চেয়ারম্যানের নাম অঘোরী দেববর্মা।ঘটনা জম্পুইজলা ব্লকের কেন্দায়ছড়া নিউ গ্রেস স্কুলে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্যাতিতা ছাত্রীর অভিভাবকরা অভিযুক্ত চেয়ারম্যানের গ্রেফতার সহ শাস্তির দাবি জানায়। স্থানীয় থানা-পুলিশে মামলা দায়ের করে নির্যাতিতা ছাত্রীরা।যদিও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত চেয়ারম্যান অঘোরী দেববর্মাকে গ্রেফতার করতে পারেনি।
নির্যাতিতা নাবালিকা স্কুল ছাত্রীরা পুলিশকে জানায়, বিগত বেশ কিছুদিন ধরেই স্কুলের চেয়ারম্যান অঘোরী দেববর্মা তাদের সঙ্গে নোংরা ব্যবহার করছে।প্রথমে দুই ছাত্রীকে ফুঁসলিয়ে তাদেরকে শ্লীলতাহানি করে।এরপর তাদের মাধ্যমে আরো তিন ছাত্রীকে নিজের মুঠোতে নিয়ে নেয়।এবং তাদেরকেও করে
শ্লীলতাহানি করে। চেয়ারম্যানের ভয়ে ছাত্রীরা মুখে কুলুপ এটে রাখে।
সোমবার এক ছাত্রী অভিযুক্ত স্কুল চেয়ারম্যানের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার অভিভাবকদের কাছে সব খোলসা করে।এর পরই প্রকাশ্যে আসে সমস্ত ঘটনা।সঙ্গে সঙ্গে এই ছাত্রীর পরিবারের লোকজন নির্যাতিতা অন্যান্য ছাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। শেষে নির্যাতিতা পাঁচ ছাত্রীর অভিভাবক সহ স্থানীয় লোকজন একজোট হয়ে স্কুলে ছুটে আসে।এবং তারা আন্দোলন শুরু করে। বিপদের আচ বুঝে পালিয়ে যায় স্কুল চেয়ারম্যান অঘোরী দেববর্মা।পুলিশ আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেয়, অতিসত্বর অভিযুক্ত স্কুল চেয়ারম্যান অঘোরী দেববর্মাকে গ্রেফতার করা হবে। কিন্তু পুলিশ এখনো অভিযুক্ত অঘোরীকে জালে তুলতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *