ডেস্ক রিপোর্টার,২৩জুন।।
“অবাধ ভোটের নামে ভোট লুঠ করছে বিজেপি। বিজেপি বিভিন্ন জায়গায় থেকে তাদের লোকজন এনে জ্যাম করছে বুথ। ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের ভাঙচুর করা হচ্ছে” তাদের গাড়ি।” বক্তা টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশীষ কুমার সাহা বলেন, ভোটের নামে প্রহসন চলছে।মুখ্য নির্বাচন আধিকারিক থেকে শুরু করে সিভিল সেক্টর অফিসার প্রত্যেককেই বিষয়টি জানানো হয়েছে। তারপরও কোনো কাজ হয়নি। অভিযোগ পেলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যাচ্ছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর পুলিশ ফিরে এলেই পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। মানুষই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না।সুতরাং সুষ্ঠ ভোট কিভাবে হবে।
কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার প্রশ্ন, প্রতিটি বিধানসভা ক্ষেত্রে ১৪৪ ধারা জারি থাকার পরও কিভাবে এলাকাতে বহিরাগত প্রবেশ করছে ? কোথায় প্রশাসন, কোথায় নির্বাচন কমিশন ? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ভোট হবে অবাধ। কিন্তু এই উপভোটের প্রহসন কর্পোরেশন ভোটকে ছাপিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *