ডেস্ক রিপোর্টার,২৩অক্টোবর।।
আমতলীতে তৃণমূল নেতা-কর্মীদের আক্রমণ ও প্রচারের গাড়িতে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল নেতৃত্ব। শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশনে দেয় তৃণমূল কংগ্রেস।অবশ্যই ডেপুটেশনকালে ডিজিপি ভি এস যাদব ছিলেন না।তবে ডিজিপি’র প্রতিনিধির হাতে স্মারকলিপি তুলে দেন তৃণমূল নেতৃত্ব।প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন, বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক, সাংসদ সুস্মিতা দেব,সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন বিকালে তৃণমূল কংগ্রেস জিবি বাজারে প্রতিবাদ সভা করে।এই প্রতিবাদ সভায় উপস্থিত দলের নেতৃত্ব শাসক দল বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়।নেতৃত্ব অভিযোগ করেন, ত্রিপুরাতে বিজেপি সরকার বিরোধীদের টুঁটি চেপে ধারার চেষ্টা করছে।গোটা রাজ্যে বিরোধী দল গুলিকে আক্রমণ করছেন।তাদের মূল টার্গেট তৃণমূল কংগ্রেস। বিজেপি বুঝতে পেরেছে তাদের কফিনে শেষ পেরেক পুঁতবে তৃণমূল কংগ্রেস।এই কারণেই তৃণমূল কংগ্রেসকে মিছিল,মিটিং,সভা করতে দিচ্ছে না বিজেপি।তবে রাজ্যের মানুষ সব কিছুর হিসেব করছে।উপযুক্ত সময়ে তারা জবাব দেবে।এদিনের সন্ধ্যার প্রতিবাদ সভায় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক, তৃণমূল সাংসদ শান্তনু সেন, সাংসদ সুস্মিতা দেব সহ স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *