ডেস্ক রিপোর্টার,২৪ মার্চ।।
গোটা খোয়াই জেলা চষে বেড়াচ্ছেন রাজ্য বিজেপির সহ সভাপতি অমিত রক্ষিত। জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্তিশালী করতে অবিরাম কাজ করছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের প্রতিনিয়ত নিয়ে আসছেন গেরুয়া শিবিরে।তুলে দিচ্ছেন দলীয় পতাকা। পাহাড়ের শাসক দল তিপ্রামথার অলিন্দেও আঘাত করছেন অমিত রক্ষিত। গত ২১ মার্চ আশারাম বাড়ি বিধানসভার লাঠা বাড়িতে অমিত রক্ষিতের নেতৃত্বে ২০পরিবারের ভোটার তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। এই যোগদান সভায় অমিত রক্ষিত নবাগতদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন। খোয়াই জেলার সাধারণ মানুষের দাবি, দিন দিন গোটা জেলাতে বিজেপি’র নেতা অমিত রক্ষিতের জনপ্রিয়তা বাড়ছে।তিনি দলীয় কার্যকলাপ করার পাশাপাশি সামাজিক কাজের সঙ্গেও নিজেকে জড়িয়ে দিয়েছেন।প্রায় প্রতিদিন সমাজসেবা মূলক কাজ করেন তিনি। সম্প্রতি চৈত্রের প্রচন্ড দাবদাহ থেকে বাঁচার জন্য খোয়াই পুরান বাজার অঞ্চলে ২৫০ জন বয়স্ক মহিলা-পুরুষ এবং এলাকার হকারদের মধ্যে ছাতা বিতরণ করেন অমিত রক্ষিত। অমিত রক্ষিতের দুঃস্থদের পাশে দাঁড়ানোর মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন খোয়াইয়ের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *