ডেস্ক রিপোর্টার,২৪এপ্রিল।।
বাঙালি হয়েও হিন্দি ভাষায় এমফিল দারুন সাফল্য পেয়েছেন রাজ্যের মেয়ে মধুরিমা ভট্টাচার্য।আগরতলার বাসিন্দা মধুরিমা সামগ্রিকভাবে এমফিলে ৯৩ শতাংশ নম্বর পেয়েছেন। তাঁর শিক্ষা প্রতিষ্ঠানে এমফিলে ‘এটা’ সর্বোচ্চ নম্বর। দাবি মাধুরিমার।অর্থাৎ এখন পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এমফিলে হিন্দির স্ট্রিমে টপার তিনি।এখন মধুরিমার পরবর্তী লক্ষ্য হিন্দি নিয়ে
পিএইচডি করা। ইতিমধ্যে শুরু করে দিয়েছেন কাজ তার বিষয় হল – “পূর্বোত্তর ভারতে হিন্দি ভাষা ও সাহিত্য”। জানিয়েছেন মধুরিমা।

মধুরিমা তাঁর একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে বলতে গিয়ে বলেন, তিনি ২০১২ সালে আগরতলার কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন। ৮৬ শতাংশ নম্বর পেয়ে হয়েছিলেন টপার। তিনি এবছরই সিবিএসই-তে গোটা দেশের মধ্যে ইতিহাসে সর্বোচ্চ ৯৬শতাংশ নম্বর পেয়েছিলেন। ২০১৬ সালে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার সময়ও মধুরিমা শীর্ষস্থান ধরে রেখেছিলেন।পরবর্তীতে তিনি হিন্দি বিষয়ে তার উচ্চশিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্রী মাধুরিমা বলেছেন,তিনি উত্তর-পূর্ব ভারতে হিন্দি নিয়ে একাডেমিক ভাবে কাজ করতে চান এবং চান হিন্দির প্রচার করতে। এবং সম্প্রতি তিনি তার একটি বই নিয়ে কাজ শুরু করছেন। সম্ভবত রাজ্যের ইতিহাসে হিন্দিতে কোনো বাঙালির এমফিল ডিগ্রি এটাই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *