প্রধানমন্ত্রী ও রাজ্যের উপমুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পর্ব।

ডেস্ক রিপোর্টার, ২৪জুলাই।।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। প্রধানমন্ত্রী সঙ্গে উপমুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎপর্ব নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেব বর্মন উপমুখ্যমন্ত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করেছেন।
উপমুখ্যমন্ত্রী। জিষ্ণু দেববর্মন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন,” এই প্রথম প্রধানমন্ত্রী তাঁকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। এবং এই সাক্ষাৎ পর্বে নরেন্দ্র মোদির সঙ্গে ত্রিপুরার উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তিনি।”

বায়ো ভিলেজ ‘পাইলট’ প্রজেক্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন উপমুখ্যমন্ত্রী।

সাক্ষাত পর্বে উপমুখ্যমন্ত্রী তাঁর বায়োটেক কাউন্সিলের বায়ো ভিলেজ পাইলট প্রকল্প এবং প্রত্যন্ত গ্রামের বাজার, প্রত্যন্ত অঞ্চলে সৌরসেচ পাম্প এবং প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত অঞ্চলে সৌর মাইক্রো গ্রিড আলোকিত করার ট্রেডকে হাইলাইট করে একটি ফোল্ডার উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কাছে। রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে প্রধানমন্ত্রী ভুয়সী প্রশংসা করেছেন বলেও দাবি করেছেন উপমুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *