** তৃণমূল নেতা সুবল ভৌমিক একজন জমির
দালাল।

** নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ নামা অনুযায়ী, সুবল ভৌমিকের সম্পত্তির পরিমান ১৭কোটি টাকা।

** কোথায় থেকে এসেছে এতো টাকা?

** সুবল ভৌমিকের বাবা ছিলেন বীমা সংস্থার একজন সাধারণ এজেন্ট।

** তার টাকার উৎস খতিয়ে দেখা উচিত।


* অভিজিৎ ঘোষ*
————————-
রাজ্য রাজনীতির যুযুধান দুই শক্তি বিজেপি ও তৃণমূল কংগ্রেস। ২৩-র নির্বাচনী বাজার ধরতে মাঠে নেমেছেন উভয় দলের নেতৃত্ব।উভয় রাজনৈতিক দলের নেতারা মেতে উঠেছেন রাজনৈতিক তর্জায়।
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।শাসক দল বিজেপি’র নেতৃত্ব বোমা ফাটালে পাল্টা দিচ্ছে তৃণমূল। পিছিয়ে নেই প্রধান বিরোধী শক্তি সিপিআইএম। সুযোগ পেলেই শাসক বিজেপিকে আক্রমণ।আর ঘুরিয়ে -ফিরিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে বাম নেতৃত্ব।

অতীতে প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন অরুণ চন্দ্র ভৌমিক।মূলত তার হাত ধরেই ১৯৯৮ সালে রাজ্যে আত্ম প্রকাশ ঘটে ছিলো তৃণমূল কংগ্রেসের। পরবর্তী সময়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি এখন বিজেপির বিধায়ক। তার নির্বাচনী ক্ষেত্র বিলোনিয়া।
অরুণ চন্দ্র ভৌমিক এখন সুযোগ পেলেই তীব্র ভাষায় আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসকে। তিনি “জনতার মশাল”কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কামান দাগান রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা সুবল ভৌমিককের বিরুদ্ধে।অরুণ চন্দ্র ভৌমিকের অভিযোগ,— “তৃণমূল নেতা সুবল ভৌমিক একজন জমির দালাল।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফ নামা অনুযায়ী সুবল ভৌমিকের সম্পত্তির পরিমান ১৭কোটি টাকা। অরুণ চন্দ্র ভৌমিকের প্রশ্ন কোথায় থেকে এসেছে এতো টাকা? সুবল ভৌমিকের বাবা তো বীমা সংস্থার একজন সাধারণ এজেন্ট ছিলেন? তার টাকার উৎস খতিয়ে দেখা উচিত।” অরুণ চন্দ্র ভৌমিকের বক্তব্য, ” কিছু লোক বিভিন্ন রাজনৈতিক দল ঘুরে আবার তৃণমূলে গিয়েছেন নেতা হওয়ার স্বপ্ন নিয়ে। বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি লিড সরকার খুব ভালো ভাবেই রাজ্য পরিচালনা করছে। বাংলার তৃণমূলীরা রাজ্যের জনপ্রিয়হীন কিছু নেতাকে নিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছে।”

সম্প্রতি রাজ্য রাজনীতির বিতর্কের কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন শাসক দলের বিধায়ক তথা বরিষ্ঠ আইনজীবী অরুণ চন্দ্র ভৌমিক। গত ১২ আগস্ট বিলোনিয়া পুরানো টাউন হলে আশীর্বাদ রেলির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, “তৃণমূলী নেতারা আগরতলা বিমান বন্দরে নামলেই তাদের তালিবানি কায়দায় আক্রমণ করতে হবে।”

বিজেপির বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের এই বক্তব্যের পর নড়েচড়ে বসে তৃণমূল নেতৃত্ব।তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপির বিধায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তারা হাঁটতে চলছে আইনি রাস্তায়।তৃণমূল সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে তারা বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের বিরুদ্ধে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা দায়ের করবে।
বিজেপি’র বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে যে ফের সরগরম হবে রাজ্য রাজনীতি তা বলার অপেক্ষা রাখে না।তবে রাজনীতির পারদ যত চড়বে নেতারা ঝুঁকে পড়বেন ব্যক্তিগত আক্রমনের দিকে। একে অপরকে আক্রমণ করবে ঝাঁঝালো ভাষায়।তবে রাজনীতির রঙ্গমঞ্চ থেকে ব্যক্তিগত আক্রমণ-কুৎসার বিষয়টি শত যোজন দূরে থাকা উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশারদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *