ডেস্ক রিপোর্টার,২৬মে।
“বুথ দখল মানেই ভোট দখল”। রাজনীতির সাধারণ সূত্র। কিন্তু এই সূত্রের উপর ভিত্তি করেই ক্ষমতায় আসে দল।
২৩-র লক্ষ্যে বুথ দখলের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে শাসক দল বিজেপি। তবে উপ-ভোটেই তার মহড়া দেবে গেরুয়া শিবির।
প্রদেশ বিজেপি সূত্রের খবর, বুথ দখলের জন্য “বুথ ম্যানেজমেন্ট অ্যাপ” চালু করবে বিজেপি।আগামী ৩০মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে “বুথ ম্যানেজমেন্ট অ্যাপে’র”।
কি কাজ করবে বুথ ম্যানেজমেন্ট অ্যাপ? বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আগে বুথের সমস্ত রিপোর্ট পাঠানো হলো কাগজে লিখে।কিন্তু এই রিপোর্ট বাস্তবের সঙ্গে অনেক সময় মিল থাকে না। বুথ স্তরের নেতারা নিজেদের জাহির করার জন্য ভুল রিপোর্ট দিয়ে থাকে। এই রিপোর্টের উপর ভিত্তি করে কখনো কখনো দলের শীর্ষ নেতৃত্বকে সমস্যায় পড়তে হয়। কারণ রিপোর্টের সঙ্গে বাস্তবের সাদৃশ্য থাকে না। ফলে ভোটের রেজাল্টেও ঘটে হেরফের। ভুল হয়ে যায় দলের থিঙ্ক-ট্যাঙ্কদের অঙ্ক কষা।
বুথ স্তর থেকে সঠিক রিপোর্ট উঠে আসার জন্য বিজেপি চালু করবে ভোট ম্যানেজমেন্ট অ্যাপ। রাজ্যের প্রতিটি বুথের জন্য থাকবে এই
অ্যাপ। বুথ সভাপতি থেকে শুরু করে বুথ সদস্যরা সমস্ত রিপোর্ট তৎক্ষণাৎ অ্যাপের মধ্যে আপলোড করবে। বুথ স্তরের সরকারি সুবিধা ভোগীদের বক্তব্য সরাসরি আপলোড করা হবে অ্যাপে। সুবিধা। ভোগীদের নিয়ে করা হবে সভা। মানুষের সমস্যার কথাও তুলে ধরা হবে বুথ ম্যানেজমেন্ট অ্যাপে। এই কারণেই প্রদেশ বিজেপি’র নেতা-কর্মীদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে দল।দলের এই বৈঠকে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা ও মন্ডল নেতৃত্বও ছিলো।
বিজেপি নেতৃত্বের দাবি, ইদানিং বুথ স্তরের ভুল রিপোর্টের জন্য তদের খেসারত দিতে হয়েছে।দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রত্যাশিত ফল না হওয়ার পেছনে দায়ী বুথ স্তরের কর্মীদের দেওয়া ভুল রিপোর্ট।তা থেকে শিক্ষা নিয়েই বুথ ম্যানেজমেন্ট অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সর্ব ভারতীয় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *