উদয়পুর ডেস্ক, ২৬ অক্টোবর।।
অমরপুর বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিমা দেবনাথ নামে এক গৃহবধূ হত্যার ঘটনার তদন্তে মঙ্গলবার উদয়পুর এলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্নালী গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। এদিন মহিলা কমিশনের এই প্রতিনিধি দলটি উদয়পুর গকুলপুর হঠাৎ চৌমুহনীস্থিত মৃত গৃহবধূ প্রতিমা দেবনাথের বাপের বাড়িতে এসে মৃতার মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে পুরো ঘটনা জানার চেষ্টা করেন। এবং পরবর্তীতে অমরপুর বীরগঞ্জ থানা এবং বীরগঞ্জস্থিত ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সরেজমিনে তদন্ত করবেন বলে জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্নালী গোস্বামী। তিনি জানান মৃতা গৃহবধূর মার অভিযোগ তার মেয়ে প্রতিমা দেবনাথকে বিনা চিকিৎসায় স্বামী সঞ্জয় দেবনাথ সহ শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে। এমনকি ময়নাতদন্ত না করেই শেষকৃত্য সম্পন্ন করেছে। তাই এই ঘটনার সরেজমিনে তদন্তে রাজ্য মহিলা কমিশনের এই সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *