ডেস্ক রিপোর্টার,২৬ফেব্রুয়ারি।।

“রাজ্যের অবশিষ্ট গণতন্ত্রে কবর দিয়েছে বিপ্লব দেবের সরকার। গণতন্ত্রকে পা দিয়ে পিষিয়ে মারা হয়েছে।তবে কংগ্রেস এর জবাব দেবে”—বক্তা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। কামারপুকুর পাড়ের ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন একথা বলেছেন। সুদীপের বক্তব্য, এই রাজ্যে আর গণতন্ত্র নেই। অবশিষ্ট যা ছিলো তাও ধংস করে দেওয়া হয়েছে। তার জন্য বিজেপিকে খেসারত দিতে হবে।মানুষ সব দেখছে। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না।যে ভাষায় বিজেপি আক্রমণ করছে তার জবাব দেবে কংগ্রেস। রাজ্য পুলিশ প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন,”তাদের খাকি উর্দি গায়ে দেওয়ার অধিকার নেই।পুলিশ পুরোপুরি ভাবে সরকারের দলদাস। পুলিশ কর্মীদের উচিত তাদের স্ত্রীদের চুড়ি-দৌল পরে বসে থাকা।এর আগে ত্রিপুরা পুলিশকে এতোটা নির্লজ্জ হতে দেখা যায়নি।”
শনিবারের কংগ্রেস-বিজেপি’র সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। চলছে কংগ্রেস-বিজেপি একে অপরকে দোষারূপের পালা। কামারপুকুর পাড়ের ঘটনা প্রসঙ্গে বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন,” প্রদেশ কংগ্রেস ভবন এখন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে।কংগ্রেস ভবনে মজুত থাকে বিস্ফোরক।এই ভবন এখন মানুষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।” নবেন্দু ভট্টাচার্য’র দাবি, “কংগ্রেসে নতুন ভাবে যোগ দেওয়া নেতারাই এই ঘটনা সংঘটিত করছে।তারা আবার মানুষকে তাদের চরিত্র ছিনিয়ে দিয়েছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তবে কংগ্রেস যে রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে তা এদিনের ঘটনা থেকেই স্পস্ট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *