কুমারঘাট ডেস্ক,২৬মার্চ।।
রাজ্যের ছাত্র-ছাত্রীদের সঙ্গে এই প্রথম মত বিনিময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের।শনিবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন কুমারঘাট সফরে।সেখানে গিয়ে তিনি ফটিকরায় আম্বেদকর কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিলিত হন।এবং করেন মত বিনিময়। এর আগে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের সঙ্গে এরকম ভাবে মত বিনিময় করেন নি।এক্ষেত্রে আবারও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।। মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের নানান বিষয়ে পরামর্শ দেন।আলোচনা করেন নয়া শিক্ষা নীতি নিয়ে। ছাত্র-ছাত্রীরা মুখ্যমন্ত্রীর মত বিনিময় সভা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন।দেশের নয়া শিক্ষা নীতির প্রশংসা করেন কলেজ ছাত্র-ছাত্রীরা। কলেজের পঠন-পাঠনের বিষয়ও উঠে আসে আলোচনায়। মুখ্যমন্ত্রী কলেজের অধ্যাপকদের সঙ্গেও কথাবার্তা বলেন। ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের সঙ্গে তাদের নানান সুবিধা-অসুবিধা বিষয় নিয়েও আলোচনা করেন। কলেজ ছাত্রী-ছাত্রীদের কাছে মুখ্যমন্ত্রী কতটা জনপ্রিয় এদিন তাও পরিমাপ করা গেলো। ছাত্র-ছাত্রীরা মুখ্যমন্ত্রীকে ছেঁকে ধরে দীর্ঘ সময় ধরে ছবি তুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *