ডেস্ক রিপোর্টার,২৭ জুলাই:
রাজ্যে অবস্থানরত আই-পেক’র সদস্যদের দিল্লি সদর দপ্তর থেকে জরুরী তলব।কোভিড টেস্টের রিপোর্ট পেলে আজই তাদেরকে রাজ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছেন সংস্থার সুপ্রিমো প্রশান্ত কিশোর।অন্যথায় বুধবার সকালে বিমানে দিল্লিতে যাওয়ার নির্দেশ সংস্থার পক্ষ থেকে। আই-পেকে’র সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রশান্ত কিশোরের এই বার্তা।খবর দিল্লি সূত্রের।গত বুধবার আই-পেকে’র ২২ সদস্য রাজ্যে এসেছিলো ভোট সমীক্ষার কাজে।
