ডেস্ক রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর।।
ভোটের মুখে সরকারি কর্মচারীদের পুজোর উপহার দিলো রাজ্য সরকার।এবছর রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের দেওয়া হবে মোটা অঙ্কের এডভান্স। এডভান্স স্বরূপ কর্মচারীরা পাবেন ২০হাজার টাকা।সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন।এছাড়া রাজ্যে কর্মরত অনিয়মিত কর্মচারীদের পাঁচশ থেকে সর্বোচ্চ১হাজার করে দেওয়া হবে এডভান্স।তারা আগে এডভান্স পেতেন ১২০০টাকা।এই টাকার সঙ্গেই অতিরিক পাঁচশ থেকে হাজার টাকা এডভান্স বাবদ পাবেন।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সরকারি কর্মচারীরা।এর আগে রাজ্যের কর্মচারীদের পুজোতে এত টাকা এডভান্স দেওয়া হয়নি।এবারই প্রথম।অর্থাৎ বাম সরকারের প্রথা ভেঙে বিজেপি লিড সরকার উৎসব মরশুমে কল্পতরু হয়ে উঠলো সরকারী কর্মচারীদের জন্য।রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি কর্মচারীদের এক ধাপে অনেকটা বেতন বৃদ্ধি হয়েছিলো।
রাজনীতিকরা বলছেন, উৎসব মরশুমের পর রাজ্যে অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগম ভোট।একই সঙ্গে হবে অন্যান্য পুর ও নগর সংস্থার ভোট। স্বাভাবিক ভাবেই ভোটের আগ মুহূর্তে কর্মচারীদের মোটা অঙ্কের এডভান্স দেওয়ার বিষয়টি রাজনৈতিক ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *