ডেস্ক রিপোর্টার,৩০জানুয়ারি।।
রাজ্যে প্রতিদিন থিতু হচ্ছে করোনা।ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। তবে মানুষকে মেনে চলতে হবে কোভিড বিধি।থাকতে হবে সতর্ক। তাহলেই করোনার সংক্রমণের শৃঙ্খলকে ভেঙে দেওয়া যাবে।বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার কামড়ে নতুন করে আরো তিন জন নাগরিকের মৃত্যু হয়েছে।এর ফলে করোনার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৯২জনের। গত একদিনে করোনার সংক্রমণ হয়েছে ১৮৬ জনের শরীরে।মোট পরীক্ষিত নমুনার সংখ্যা ছিলো ৪৯৪৫টি। তার মধ্যে আরটিপিসিআর টেস্ট হয়েছে ৫৪৫টি। আরটিপিসিআর টেস্ট থেকে ২৩জনের শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস।এন্টিজেন টেস্টের সংখ্যা ছিলো ৪,৪০০টি। এন্টিজেন টেস্ট থেকে ১৬৩জনের শরীরে মিলেছে করোনার সন্ধান। এদিন সংক্রমণের শতকরা হার ছিলো ৩.৭৬ শতাংশ।
সংক্রমণের জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী,পশ্চিম জেলায় সংক্রমণের সংখ্যা ৭৬জন। গোমতীতে ২৯জন।উত্তর জেলায় ২১জন।দক্ষিণ জেলায় সংক্রমণের সংখ্যা ২২জন।সিপাহিজলাতে ১৫ জন। উনকোটিতে সংক্রমিত হয়েছে ১০জন । খোয়াইয়ে ৪জন সংক্রমিত হয়েছে। ধলাই ও গোমতীতে ১৯জন করে আক্রান্ত হয়েছে।
গত কয়েকদিনের তুলনায় করোনার সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ অনেকটা নিম্নমুখী। এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী কিছুদিনের মধ্যে করোনার তৃতীয় ঢেউ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *